নোয়াখালীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা ছাত্রদলের উদ্যোগে একটি শোক র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা আইনজীবি সমিতি ভবনের সামনে এসে শেষ হয়।
পরে জেলা বিএনপির উদ্যোগে জেলা আইনজীবি সমিতির হলরুমে মহুরম জিয়াউর রহমান স্মরণে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র হারুনুর আজাদ।
সদর উপজেলা যুবদল সভাপতি ভিপি জসিম উদ্দিনের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপি নেতা ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন, জাসাস জেলা সভাপতি লিয়াকত আলী খান, জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান, যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন প্রমুখ।
মন্তব্য চালু নেই