নোয়াখালীতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় বাজেটকে অধিকতর জনমূখী করে তোলার জন্য বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা জন্য বিকেন্দ্রিভূত ও জনঅংশগ্রহণমূলক বাজেট এবং স্থানীয় সরকারের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। রোববার (০৪ জানুয়ারি) নোয়াখালী পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে (বিআরডিবি) নোয়াখালীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৩০ জন চেয়ারম্যান ও সদস্যের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র), নোয়াখালী গণতান্ত্রিক বাজেট আন্দোলন ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় স্থানীয় সরকার প্রতিনিধিরা বলেন, কেন্দ্রিয় সরকার স্থানীয় সরকারগুলোর বাজেট প্রণয়নের ক্ষেত্রে অংশগ্রহণমূলক বাজেটের জন্য চাপ দিলেও কার্যত জাতীয় বাজেট প্রণয়নে জনগণের অংশগ্রহণে কোন সুযোগ নেই, এমনকি জনপ্রতিনিধিরা কোন কার্যকর ভূমিকা রাখতে পারে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হলে অবশ্যই জাতীয় বাজেটকে গণতান্ত্রিক এবং বিকেন্দ্রীভুত করতে হবে। এছাড়াও অংশগ্রহণকারীরা জাতীয় বাজেট ও আঞ্চলিক বাজেটের পরিúূরক খাতগুলো চিহ্নিত করা, আঞ্চলিক বৈশিষ্ট্য ও চাহিদার ভিত্তিতে সম্পদ ও বিনিয়োগ বৃদ্ধি করা, কর ন্যায় বিচারের ভিত্তিতে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বাজেট বরাদ্দ করার দাবি জানায়। সুপ্র’র নোয়াখালী সভাপতি মনুগুপ্ত’র সভাপতিত্বে কর্মশালা বিভিন্ন পর্বে আলোচনা করেন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান এমএ জলিল, এওজবালিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, কাদিরহানিফ ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান বাবুল, ইউপি সদস্য রওশন আক্তার লাকী এবং প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ। কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা নোয়াখালী প্রেসকাব সম্মুখে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।



মন্তব্য চালু নেই