নোয়াখালীতে চিকিৎসা নিতে এসে গাড়ি চাপায় নিহত
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোটার নোয়াখলী : নোয়াখালী জেলা সদর শহর মাইজদী প্রধান সড়কে রাস্তা পারাপার হওয়ার সময় অজিফা খাতুন (৫৫) নামে এক রোগী নিহত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে মাইজদী- চৌমুহনী প্রধান সড়কে এ দু’ঘটনাটি ঘটে। নিহত অজিফা খাতুন লক্ষ্মীপুর জেলার বানচানগর গ্রামের আবদুল মোতালেবের স্ত্রী। সুধারাম থানার এস আই ইমতিয়াজ জানান, অজিফা খাতুন সকালে লক্ষ্মীপুর জেলা থেকে জেলা শহর মাইজদীর মা-মনি হাসপাতালে চিকিৎসা নিতে আসে। ডাক্তার দেখিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকসার তলে চাপা পড়ে অজিফা খাতুন। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মন্তব্য চালু নেই