নোয়াখালীতে ক্রীড়া প্রতিযোগিতায় হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্থানীয় সন্ত্রাসী জহির বাহিনীর সদস্য দ্বারা হামলা ও ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুর ১২টায় উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালীন সময়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, ম্যানেজিং কমিটির সদস্য আবুল হাসেম, সহকারী শিক্ষক আবদুল বাতেন, আলতাফ হোসেন, অভিভাবক শাহ আলম, জুলফিকার আলী ভুট্টো, শিক্ষার্থী মহিন উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, গত ২৬ জানুয়ারি সকাল থেকে উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিলো। ওই সময় স্থানীয় বখাটেরা ছাত্রীদের ইভটিজিং করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা ও শিক্ষকবৃন্দ এতে বাধা দেন। এর জের ধরে বিকেলে স্থানীয় কসাই বাড়ির জহির বাহিনীর প্রধান জহিরের নেতৃত্বে সন্ত্রাসী মাইন উদ্দিন লাতু. মো. বাবর, রুবেল সহ ১৫-২০ অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্র নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং সদস্য ও শিক্ষকদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিদ্যালয়ে প্রাঙ্গণে ঢুকে ক্রীড়া প্রতিযোগিতা পন্ড করে দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা বিদ্যালয়ে ভাংচুর করে শিক্ষার্থীদেরকে শারীরিক লাঞ্ছিত করে। শিক্ষার্থীদের ইভটিজিং ও এমন ন্যক্কারজনক সন্ত্রাসী হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবী করেছেন ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
মন্তব্য চালু নেই