নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী পৌরসভায় ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আজ শনিবার সকাল ১১টার দিকে ওই পৌরসভার উজ্জ্বলপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৫৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, রায়নুল ইসলাম আসপি (২২) নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের উজ্জ্বলপুর গ্রামের ছেরাজুল হকের বাড়ির সাইফুল ইসলামের ছেলে ও মো: সাদ্দাম হোসেন (২১)একই ওয়ার্ডের আলীপুর গ্রামের হাবিব উল্যা সওদাগর বাড়ির আবদুর রবের ছেলে ।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আতাউর রহমান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলা পরিষদের সামনে থেকে ২ মাদক ব্যাবসায়ীকে আটক হয়েছে। পরে ওই সময় তাদের দেহ থেকে ৫৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের ২জনকে আদালতে প্রেরণ হয়েছে।



মন্তব্য চালু নেই