জেলা পরিষদ নির্বাচন ২০১৬
নোয়াখালীতে আ’লীগের ডা. এবিএম জাফর উল্যাহ নির্বাচিত
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ডা. এ বি এম জাফর উল্যাহ (টেবিল ফ্যান) প্রতীক নিয়ে ৮৬৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বিদ্রোহী (স্বতন্দ্র) প্রার্থী ডা. এ কে এম জাফর উল্যাহ (চশমা) প্রতীক নিয়ে ২৪২ ভোট পেয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন বেসরকারীভাবে এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, নোয়াখালীর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী একজন, আওয়ামীলীগ (বিদ্রোহী) দুইজন ও জাপা (মঞ্জু) সমর্থিত একজন সহ প্রতিদ্বন্দ্বীতা করেন।
মন্তব্য চালু নেই