নোয়াখালীতে অপহৃত কলেজছাত্রীকে জেলা শহর মাইজদি থেকে উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী অপহৃত সুমি রাণী মজুমদার (১৮)কে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ এক মাস পর জেলা শহর মাইজদী থেকে তাকে উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চরজব্বার থানা পুলিশের এসআই ইব্রাহীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুমিকে জেলা শহর মাইজদি থেকে বোরখা পরিহিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অপহরণকারী সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তিনি আরো জানান, সুমি রাণীকে সোমবার দুপুরে মেডিকেল চেকআপের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর সকালে সুমি রাণী মজুমদার ফুফু/পিসির বাড়িতে যাওয়ার পথে স্থানীয় বখাটে সোহাগ সহ কয়েকজন যুবক তাকে অপহরণ করে। সোহাগ উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মিস্ত্রী বাড়ির মোঃ নবীর ছেলে,সুমির বাড়িও একই গ্রামে মেয়ে কেন কি কারনে তাকে অপহরন করা হয়েছে তা এখনো জানাজায়নি।



মন্তব্য চালু নেই