নৈরাজ্যকারীদের থামানো হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

পেট্রোল বোমা হামলা বন্ধ ও নৈরাজ্যকারীদের যেভাবেই হোক থামানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
‘পুলিশ সপ্তাহ ২০১৫’-এর সমাপনী দিনে বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শেষবারের মতো ২০ দলের শীর্ষ নেতাদের হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। এ আহ্বানে সাড়া না দিলে আজকের পর থেকে যেভাবেই হোক, নাশকতাকারীদের থামানো হবে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘২ ফেব্রুয়ারি থেকে দেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের স্বার্থে হলেও অবরোধ প্রত্যাহার করুন। তা নাহলে জনগণ যেভাবে নাশকতাকারীদের ধরিয়ে দিচ্ছে, সামনের দিনগুলোতে জনগণই অবরোধকারীদের প্রতিরোধ করবে।’
২০ দলের উদ্দেশে তিনি আরো বলেন, ‘আপনারা ইজতেমা চলাকালীন হরতাল-অবরোধ রেখেছেন, কিছু বলা হয়নি। তবে এসএসসি পরীক্ষার্থীদের স্বার্থে যেকোনো উপায়ে হোক, অবরোধকারীদের থামানো হবে।’
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চলে আসছে।





















মন্তব্য চালু নেই