নেপালে সহায়তা পাঠাবে বাংলাদেশ

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বাংলাদেশ। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মানবিক এবং চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম শনিবার রাতে বলেন, ‘ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নেপালকে সহায়তা করবে বাংলাদেশ। খুব দ্রুতই মানবিক ও চিকিৎসা সহায়তা পাঠানো হবে।’

কূটনীতিক সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কারণে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে নেপাল। পাশাপাশি ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সার্ক দেশগুলোর কাছে খাদ্য ও চিকিৎসা সহায়তা চেয়েছে দেশটি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালকে সহায়তা করতে বাংলাদেশ সরকার শনিবার রাতে জরুরী বৈঠকে বসে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, নেপালকে চিকিৎসা, খাদ্য, পানিসহ অন্য মানবিক সহায়তা করা হবে।

নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে অন্তত দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। নেপালের স্থানীয় সময় শনিবার সকালের ওই ভয়াবহ ভূমিকম্পে দেশটির কাঠমান্ডু, পোখরাসহ বেশ কিছু এলাকায় অসংখ্য ভবন ধসে পড়ে। নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।



মন্তব্য চালু নেই