নেত্রকোনায় প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা
স্কুল কমিটি নিয়ে বিরোধে নেত্রকোনার বারহাট্টা উপজেলার মনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র সিংকে (৪২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলার বারহাট্টার মনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র সিংয়ের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় ইউপি মেম্বার কালাচানের বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে কালাচানের লোকজন শিক্ষক অর্জুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই