আজ মুখোমুখি ব্রাজিল-কলম্বিয়া
নেইমার-রডরিগেজ দ্বৈরথের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব
দিলীপ মজুমদার (কলকাতা): বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ লাতিন আমেরিকার যুদ্ধ৷ আয়োজক দেশ ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া৷ চোট সারিয়ে ম্যাচের প্রথম থেকেই খেলতে প্রস্তুত নেইমার৷পাল্টা লড়াইয়ে প্রস্তুত পেকারম্যানের ছেলেরাও৷ এই ম্যাচে সবার নজর থাকবে নেইমার- রডরিগেজের দ্বৈরথের দিকে৷
ব্রাজিল মানেই ফুটবল৷ ব্রাজিল মানেই সবুজ মাঠের গালিচায় শিল্প, যেন ক্যানভাসে আঁকা ছবি৷ পাঁচবারের বিশ্ব সেরা৷ আর এবার তাদের পাখির চোখ ষষ্ঠবারের জন্য সোনার কাপ হাতে নেওয়া৷ দূরত্ব মাত্র তিন ধাপ৷ আর তাই, সেই লক্ষ্য নিয়েই শুক্রবার মাঠে নামছে স্কোলারির ছেলেরা৷ শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া৷ শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টায় ফোর্তালেজায় শুরু হবে খেলা৷
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল৷ একটি ড্র৷ ১২ জুন উদ্বোধনী ম্যাচেই ৩-১ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে দেন নেইমাররা৷ পরের ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্যভাবে ড্র৷ তবে, তৃতীয় ম্যাচেই হলুদ-সবুজের দুরন্ত প্রত্যাবর্তন৷ ৪-১ গোলে ক্যামেরুনকে হারিয়ে দেয় তারা৷ শেষ ষোলয় অবশ্য, চিলিকে হারাতে বেশ বেগ পেতে হয় স্কোলারির ছেলেদের৷ শেষপর্যন্ত টাইব্রেকারে আসে জয়৷
আর তাই এবার সতর্ক অস্কার, সিলভা, নেইমাররা৷
অন্যদিকে, সাম্বার দেশে এখনও পর্যন্ত খেলা চারটি ম্যাচেই বাজিমাত করেছে লাতিন আমেরিকার এই দেশ৷ প্রথম ম্যাচে গ্রিসকে হারিয়েছিল
৩-০ গোলে৷ দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টকে হারায় ২-১ ব্যবধানে৷
তৃতীয় ম্যাচে খেলার গতি আরও বাড়ায় কলম্বিয়া৷ জাপানকে ৪-১-এ উড়িয়ে দেয় তারা৷ আর প্রি কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে ২-০ ব্যবধানে বাজিমাত কলম্বিয়ার৷ এবার জিতলেই পৌঁছে যাবে সেমি ফাইনালে৷
এখনও পর্যন্ত মোট ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দেশ৷ এর মধ্যে ১৫ বার জিতেছে ব্রাজিল৷ কলম্বিয়া দু’টি৷ বাকি ৮টা ম্যাচ ড্র হয়েছে৷ এই ২৫টি ম্যাচে ৬৬টি গোল হয়েছে৷ এর মধ্যে ব্রাজিলের ঝুলিতে ৫৫টি এবং কলম্বিয়া ১১টি গোল করেছে৷
অর্থাত্ ফুটবলের ইতিহাস বলছে, ম্যাচ শুরুর আগেই ধারে ভারে সব দিক থেকেই এগিয়ে স্কোলারির দল৷ তবে, হাড্ডাহাড্ডি লড়াই দিতে প্রস্তুত পেকারম্যানের ছেলেরাও৷
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে এই দুই তারকার দ্বৈরথ দেখতে মুখিয়ে গোটা ফুটবল দুনিয়া৷
নেইমার বনাম হামেজ রডরিগেজ। ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে এই দুই তারকার দ্বৈরথ দেখতে মুখিয়ে গোটা ফুটবল দুনিয়া৷ ২০১৪ বিশ্বকাপের বিস্ময় বালক৷ বল পায়ে প্রতিপক্ষের ত্রাস৷ এই হামেজের দিকে তাকিয়েই এবার বিশ্বকাপ-স্বপ্নে বুঁদ হয়ে রয়েছে গোটা কলম্বিয়া৷ নেইমারদের ব্রাজিলের সামনেও কাঁটা হয়ে দাঁড়াতে পারেন বছর বাইশের এই তারকা ফুটবলার৷
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত খেলা চারটি ম্যাচে পাঁচটি গোল হামেজের ঝুলিতে৷
দলকে তুলেছেন কোয়ার্টার ফাইনালে৷
অন্যদিকে, এবারের ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা বললেই যে নামটি উঠে এসেছে, তিনি হলেন নেইমার৷ ঘরের মাঠে বিশ্ব ফুটবলের আসরে এখনও পর্যন্ত খেলা ৪ ম্যাচে ৪টি গোল করেছেন তিনি৷
সোনার বুটের দৌড়ে রয়েছেন তিনিও৷ যদিও নেইমার বারবারই বলছেন, সোনার বল বা বুটের জন্য তিনি মাঠে নামছেন না৷ তাঁর একটাই লক্ষ্য সোনার কাপ৷ জানিয়েছেন, নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া টিম ব্রাজিল৷
অন্যদিকে, প্রত্যয়ী হামেজের সাফ বক্তব্য, প্রতিপক্ষ যেই হোক না কেন, পাল্টা লড়াইয়ের প্রস্তুত কলম্বিয়া৷
মন্তব্য চালু নেই