নেইমারের দ্বৈত রূপের রহস্য
ব্রাজিলের সাবেক কোচ ও অধিনায়ক দুঙ্গার বিশ্বাস বার্সেলোনার খেলার ধরনের সঙ্গে নেইমারে খেলার ঘরনা মিশ খায় না। সেজন্য ফুটবল মাঠে নেইমারের দ্বৈতরূপ ধরা পড়ে।
২২ বছর বয়সী নেইমার বার্সেলোনায় তার প্রথম মৌসুমে হতাশ করেছে ফুটবল ভক্তদের। ২৬টি লিগ ম্যাচে অংশ নিয়ে মাত্র নয়টি গোল করতে সক্ষম হয়েছে। অথচ সেই নেইমার ব্রাজিলে জার্সিতে খেলতে নেমেই ভয়ংকর হয়ে উঠেছে। বিশ্বকাপের প্রথম চার ম্যাচেই চার গোলের কৃতিত্ব দেখিয়েছে সেলেসাওদের বিশ্বকাপের স্বপ্নসারথি। কিন্তু ক্লাব ও দেশের জার্সিতে কেন নেইমারের এই দ্বৈত রূপ?
সাবেক ব্রাজিল তারকা দুঙ্গা জানাচ্ছেন এর প্রধান কারণ এই দুই জায়গার খেলার ধরনের ভিন্নতা। মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে দুঙ্গা বলেন, ‘ব্রাজিল ও বার্সেলোনার খেলার ধরনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। নেইমারের ধরন হলো ড্রিবল করে সরাসরি আক্রমণে উঠে যাওয়া। আর বার্সার ধরন হলো ওয়ান টাসে খেলা। সেজন্য বার্সায় খেলার সময় ঘরনাটা মেনে চলে নেইমার। কিন্তু ব্রাজিলের হয়ে খেলার সময় সে পূর্ণ স্বাধীনতা পায়। যা তাকে ভয়ংকর করে তোলে।’
মন্তব্য চালু নেই