আর্জেন্টিনা ভারসাম্যহীন দল!

সেই ১৯৮৬ বিশ্বকাপ সেমিফাইনালের পুনরাবৃত্তি। শনিবার ব্রাসিলিয়ায় আর্জেন্টিনা ও বেলজিয়াম বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ফের মুখোমুখি। সেবার দিয়াগো ম্যারাডোনা ম্যাজিকে বেলজিয়ামকে ২-০ গোলে পরাস্ত করে ফাইনালে নাম লিখিয়েছিল কার্লোস বিলার্দোর আর্জেন্টিনা। এবার আরেকটি কোয়ার্টার ফাইনালের আগে আবারো ‘ওয়ান ম্যান আর্মি’ ৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো দল যে এক লিওনেল মেসির কাধের ওপর নির্ভরশীল। একারণে আর্জেন্টিনাকে ভারসাম্যহীন দল মনে হচ্ছে বেলজিয়াম কোচ মার্ক উইলমটের।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ৪৫ বছর বয়সী বেলজিয়ান কোচ বলেন, ‘আর্জেন্টিনাকে হারানো অসম্ভব কোনো কিছু নয়। আমি মুখিয়ে আছি যে মেসির দল কীভাবে আমাদের মোকাবেলা করে। হ্যাঁ, এটা স্বীকার করতেই হবে ওরা উচ্চ কোয়ালিটির একটি দল। কিন্তু আমি ইতিমধ্যেই ওদের দুর্বলতা খুঁজে বের করেছি। আর্জেন্টিনার পক্ষে বেলজিয়ামকে হারানো সহজ হবে না। কেননা ওই দলটির মাঝে খুব ভালো ফুটবলার থাকলেও ভারসাম্য নেই। অন্যদিকে আমরা আবার সেমিফাইনাল খেলতে চাই। আর আমার বিশ্বাস আমরা সেটা পারব।’

ম্যারাডোনার আর্জেন্টিনা বেশি শক্তিশালী নাকি মেসির- এই বিচারে ১৯৮৬ দলকেই এগিয়ে রাখছেন উইলমটস। বেলজিয়াম কোচ বলেন, ‘ম্যারাডোনার দলে সাপোর্টিং প্লে-র জন্য কিছু ফুটবলার ছিল। যারা তারকা না হলেও প্রয়োজনে জ্বলে উঠতে পারত। কিন্তু মেসির দলে কার্যকরী ফুটবল খেলার মতো সেই মাপের কোনো ফুটবলার নেই। সুতরাং মেসিকে মিডল থার্ডে পেনিট্রেইট করতে না দিলেও বেলজিয়ামের জন্য মঙ্গল।’



মন্তব্য চালু নেই