নেইমারদের দায়িত্ব পেলেন তিতে

ব্রাজিলের কোচের পদে তিতের নামই আলোচনায় ছিল। অবশেষে সেটিই নিশ্চিত হল। ফেডারেশনের পক্ষ থেকে নেইমারদের গুরু হিসেবে তার নামই ঘোষণা করা হলো। সোমবার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কোচের পদের জন্য তিতের নাম ঘোষণা করা হয়েছে।

শতবর্ষী কোপা আমেরিকায় বাজে পারফরম্যান্স করেছে ব্রাজিল। ১৯৮৭ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। তাতে কোচ দুঙ্গাকে বরখাস্ত করেছে ফেডারেশন। ফলে তার স্থলাভিষিক্ত হবেন ৫৫ বছর বয়সী তিতে।

দুঙ্গা ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিল দলের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ বিশ্বকাপের ব্যর্থতার দায়ে স্কলারিকে সরিয়ে আবার দুঙ্গাকে দায়িত্ব দেয়া হয়। তিনি এবার বিদায় নিলেন।



মন্তব্য চালু নেই