নেইমারকে লাথি মারায় দুই ম্যাচ নিষিদ্ধ ইসকো

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে বার্সার বিপক্ষে এমন হারে বেশ কষ্ট পেয়েছে দলটির খেলোয়াড়রা।

ওই ম্যাচে শুরু থেকেই কাতালান ক্লাবটির বিপক্ষে পিছিয়ে পড়ায় গোলের জন্য দিশেহারা হয়ে পড়ে দলটি। ফলে মেজাজ হারিয়ে ম্যাচের শেষ দিকে বার্সা তারকা নেইমারকে লাথি মারায় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন রিয়াল তারকা ইসকো। আর এই অপরাধের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

এল ক্লাসিকোর ম্যাচে রিয়াল ৩-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন ইসকো। ম্যাচের নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পেছন থেকে লাথি মারেন তিনি। পরে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ইসকোকে সরাসরি লাল কার্ড দেখান।

বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে ইসকোর দুই ম্যাচের নিষেধাজ্ঞার বিষয়টি জানায়। আর এ নিষেধাজ্ঞার ফলে লা লিগায় রোববার এইবার এবং ৫ ডিসেম্বর গেটাফের বিপক্ষে ম্যাচে রিয়ালের হয়ে খেলতে পারবেন না স্প্যানিশ এই তারকা।



মন্তব্য চালু নেই