নেইমারকে নিয়ে যা বললেন দুঙ্গা
দলের সেরা খেলোয়াড় লাল কার্ড পেলে সবচেয়ে বেশি পোড়ে কোচের। নিশ্চয়ই ব্রাজিল দলের কোচ কার্লোস দুঙ্গারও পুড়ছে। ম্যাচ শেষে তিনি রেফারিং নিয়ে কথা বলেছেন। সমালোচনা করেছেন রেফারির সিদ্ধান্তের। পাশাপাশি এও বলেছেন ব্রাজিল দলের নেইমার নির্ভরতা কমানো উচিত। নেইমারকে ছাড়াই খেলার অভ্যাস করা উচিত।
দুঙ্গা বলেন, ‘দিনশেষে আপনি যদি কথা বলতে যান তাহলে রেফারির বিষয়টি আসবে। আমি আসলে রেফারির বিষয় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু ম্যাচের শেষে এমন সিদ্ধান্ত দিলে সেটা আলোচনায় উঠে আসবেই। এটা ধারবাহিকতার চেয়ে বেশি কিছু। এটা আসলে সত্যিই দুর্ভাগ্যজনক যে রেফারি জানেন না কিভাবে একটি ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয়।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেহেতু নেইমারকে পাওয়া যাচ্ছে না। তাই ভেনেজুয়েলার বিপক্ষে কী পরিকল্পনা নিচ্ছেন জানতে চাইলে দুঙ্গা বলেন, ‘আসলে কীভাবে খেলব সেটা নির্ধারণ করতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে আমরা নেইমারকে ছাড়া খেলেছি (মেক্সিকোর বিপক্ষে ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল ব্রাজিল)। আর সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যেহেতু নেইমারকে পাচ্ছি না, সেহেতু আমাদেরকে একটা উপায় বের করতে হবে। পরিস্থিতি সামাল দিতে হবে।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২১ জুন মাঠে নামবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততে হবে সেলেকাওদের।
মন্তব্য চালু নেই