নূর হোসেনকে ফেরত দিতে পারে ভারত

বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী নারায়ণগঞ্জে ৭ খুনের মূল হোতা নূর হোসেনকে বাংলাদেশের কাছে ফেরত দিতে পারে ভারত।

রোববার ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই সংবাদ প্রকাশ করে।

কর্মকর্তা জানান, আমরা এই বিষয়টি দেখছি। বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতেই বিষয়টি আমরা বিবেচনা করে দেখবো।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে আগামী ২৫ জুন ঢাকা সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর এই সফরে ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক এবং নূর হোসেনের বিষয়টি আলোচনার টেবিলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে নূর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়নি দিল্লিকে।

উল্লেখ্য, কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে নূর হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এ সময় তাদের সঙ্গে গুলিভর্তি একটি রিভলবার, বাংলাদেশ-ভারতের ১০টি মোবাইল সিম কার্ড, একটি ল্যাপটপ, পেনড্রাইভ, সিডি ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।



মন্তব্য চালু নেই