নূরজাহান বেগমের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’র সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে উপাচার্য বলেন, নূরজাহান বেগম ছিলেন নারী সাংবাদিকতার একজন পথিকৃৎ ও সাহিত্যিক। বাঙালি নারী জাগরণের লক্ষ্যে উদ্দীপনা ও অনুপ্রেরণাই শুধু নয়, তিনি পৃষ্ঠপোষকতা ও সক্রিয়ভাবে কাজ করেছেন। নারী প্রতিভা অন্বেষণের মাধ্যমে সৃজনশীল নারী ব্যক্তিত্বের সাহিত্য বিকাশে তাঁর অবদান অসাধারণ। তাঁর পিতার হাত ধরে এদেশের কুসংস্কারাচ্ছন্ন মুসলিম নারী সমাজের প্রগতিশীলতার পথে তিনি আলোকবর্তিকা ছড়িয়েছেন। তাঁর অবদানের জন্য জাতি তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উপাচার্য নূরজাহান বেগমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



মন্তব্য চালু নেই