নূরকে র‍্যাবের হাতে দেয়ার পেছনে উদ্দেশ্য রয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের সঙ্গে র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি জড়িত। তাই এই খুনের প্রধান আসামি নূর হোসেনকে র‌্যাবের হাতে নয়, পুলিশের কাছে হস্তান্তর করা উচিৎ ছিল।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, নূর হোসেনকে র‌্যাবের হাতে নয়, পুলিশের কাছেই হস্তান্তর করা উচিৎ ছিল। আমি জানি না কোন উদ্দেশে সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে। তবে নিশ্চয়ই এর পেছনে কোনো ঘটনা রয়েছে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল আয়োজিত এক প্রবাসী সমাবেশে তিনি এ কথা বলেন।

‘বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তি ও গণগ্রেপ্তার বন্ধের দাবি’ শীর্ষক এ সমাবেশে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দেশটাকে তছনছ করার জন্যই সরকার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই নির্বাচন হলে ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হবে। কারণ এই নির্বাচন দলীয়ভাবে হয় না, হতে পারে না।’

তিনি বলেন, ‘বিশ্বের বসবাসের অযোগ্য শহরের মধ্যে অন্যতম ঢাকা। অথচ এই দেশের প্রধানমন্ত্রী যখন পরিবেশের উপর সর্বোচ্চ পুরস্কার পান। তাই আমি মনে করি, বিরোধী মতের নেতাকর্মীদের গুমখুনের জন্যও এই সরকার পুরস্কার পেতে পারেন।’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই