নীলফামারী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী গ্রেফতার
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেত্রী আয়েশা সিদ্দিকার স্বামী আলী কদরকে (৪০) আটক করেছে পুলিশ ।
গত ৫ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতার একটি মামলার প্রধান আসামী হিসেবে উপজেলার সীমা সিনেমা হল সংলগ্ন নিজ বাড়ি থেকে শুক্রবার দুপুরে তাকে আটক করা হয় ।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুপুরে তার বাড়িতে অভিযান চালালে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতারে বাধা প্রদান করেন । এক পর্যায়ে তাকে আটক করা, কারণ কেউই আইনের উর্ধে নয় ।
তিনি আরো বলেন, আলী কদরের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার কুমার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা, ব্যালট ছিনতাই ও অগ্নিসংযোগের মামলা রয়েছে । দীর্ঘদিন তদন্ত শেষে তাকে আজ গ্রেফতার করা হয় ।
মন্তব্য চালু নেই