নীলফামারী কিশোরগঞ্জে গম চাষে ঝুকছেন কৃষকরা

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় গম চাষাবাদ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। ভালো বীজে ফলন বাড়ায় গম চাষাবাদে ঝুকছেন এ এলাকার কৃষকরা। কৃষি অফিস সূত্র জানায়, চলতি রবি মৌসুমে গম চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৬০ হেক্টর জমি। অর্জিত হয়েছে ৫২০ হেক্টর। গত বছর গম চাষাবাদ হয়েছিল ৫১৬ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে এবারে ৪ হেক্টর জমিতে গমের আবাদ বেশি হয়েছে। গমের বিভিন্ন জাতের বীজ বাজারে পাওয়া গেলেও ভিত্তিবীজ প্রদীপের ফলন বেশি ও অল্প সময়ের মধ্যে কর্তন করা যায় বলে এ জাতের গম চাষে কৃষকের আগ্রহ ও চাহিদা বেড়েছে। বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের চাষী আমিনুল ইসলাম ‘আওয়ার নিউজ বিডি’কে জানান, গত কয়েক বছর ভুট্টা চাষ করে ফলন বিপর্যয় ও দাম কম পাওয়ায় এ বছর রবি মওসুমে গম চাষ বেশি করেছি। প্রায় ০৩ বিঘা জমিতে গমের চাষ করেছি। আশা করছি প্রতি বিঘা (৩০ শতাংশ) জমিতে ১০-১২ মন গম উৎপাদন হবে। প্রতি মন গমের দাম ১ হাজার টাকা পেলে অর্ধেকের বেশি লাভ হবে। চাঁদখানা ইউনিয়নের নগরবন্দ গ্রামের বড় চাষী সামছুল ইসলাম ‘আওয়ার নিউজ বিডি’কে জানান, এবারে কৃষি অফিসের পরামর্শে ৫ বিঘা জমিতে বারি-২৫ ও প্রদীপ জাতের উচ্চ ফলনশীল গমের চাষ করেছি। বারি-২৫ জাতের চেয়ে প্রদীপ জাতের গমের ফলন বেশি হবে বলে আশা করছি। এরকম আলম হোসেন, হাসিবুল, আবুল কালাম, শরিফুল ইসলামসহ অনেক চাষী গত বছরের তুলনায় এবারে গম চাষ বেশি করার কথা বলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম ‘আওয়ার নিউজ বিডি’কে জানান, অন্যান্য ফসলের চেয়ে গম চাষাবাদে কৃষকদের আগ্রহ বেড়ে গেছে। আশা করছি এ এলাকার চাহিদা মিটিয়ে বিদেশে গম রপ্তানি করা সম্ভব হচেছ।



মন্তব্য চালু নেই