নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ’২০১৫ উদ্ধোধন করা হয়।
দিবসটির সুচনায় সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আনুষ্টানিকভাবে পোনা অবমুক্ত করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইফ শওকত চৌধুরী। এছাড়া আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মিনারা হাফিজা ফেরদৌস।



মন্তব্য চালু নেই