নীলফামারীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ভিত্তি প্রস্তর স্থাপন
নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার ’একটি বাড়ী একটি খামার’ প্রকল্পের অধীনে পল্লী সঞ্চয় ব্যাংকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে ।
সরকারী অর্থায়নে ডিমলা উপজেলা পরিষদ চত্বরে দুপুর ১২ টায় ১০ লাখ টাকা ব্যয়ে ১ হাজার বর্গফুট আয়তনের ৪ কক্ষ বিশিষ্ট একটি বাড়ী একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় ।
ভিত্তি প্রস্তরটি স্থাপন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সইদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান রফিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাইমা তাবাচ্ছুম, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইমরুল কায়েস খান রুমি উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই