নীলফামারীতে ইনোভেশন ফর স্মার্ট গ্রীণ বিল্ডিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সারা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং দেশের সীমিত সম্পদ (বিদ্যুৎ,গ্যাস ও পানি) সাশ্রয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ “ ইনোভেশন ফর স্মার্ট গ্রীণ বিল্ডিং” কর্মসূচি গ্রহণ করেছে ।

এরই অংশ হিসেবে আজ বুধবার দুপুরে নীলফামারীতে উক্ত কর্মসূচির আওতায় “ জেলা পর্যায়ে গ্রীণ বিল্ডিং টেকনোলজি ব্যবহারে সচেতনতা ” বিষয়ক এক সেমিনার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোঃ জাকীর হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী পুলিশ সুপার জোবায়েদুর রহমান,
পৗের মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান ।

আমন্ত্রিত অতিথিবৃন্দ দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে ইনোভেশন ফর স্মার্ট গ্রীণ বিল্ডিং কর্মসূচী সম্পর্কে বিভিন্ন সম্ভাবনার কথা সেমিনারে তুলে ধরেন ।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) এস.এ.এম রফিকুন্নবী ।



মন্তব্য চালু নেই