সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার (গ্রেড-২) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পদে ১৪৪ জন নিয়োগ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে এ নিয়োগ দেওয়া হবে।
পিএসসিতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনুসারে, এই পদে বিভাগীয় প্রার্থীদের (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) জন্য ৫০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে। বিভাগীয় প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের নিয়ে পদ পূরণ করা হবে। পিএসসির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে অনুসারে, ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দেওয়া যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
মন্তব্য চালু নেই