নিয়ন্ত্রণ হারিয়ে হাতিরঝিলের পানিতে প্রাইভেটকার

রাজধানীর রামপুরায় নিয়ন্ত্রণ হারিয়ে হাতিরঝিলের পানিতে পড়ে একটি প্রাইভেটকার। এঘটনায় এক যুবক আহত হন। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বুধবার বিকেলে গাড়িটি টেনে তোলা সম্ভব হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, আরিফ মোহাম্মদ পাভেল নামে এক যুবক গাড়িটি চালাচ্ছিলেন। হাতিরঝিলের রামপুরা অংশে মহানগর ব্রিজের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিলে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু রেকার ও ক্রেন দিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও রাতে গাড়িটি তোলা যায়নি। পরে বুধবার সেটি তোলা হয়। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামান্য আহত অবস্থায় পাভেল গাড়ি থেকে বেরিয়ে পানি থেকে উঠে আসেন। পাভেলের বাবা গাড়িটির মালিক বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।



মন্তব্য চালু নেই