নিহতদের লাশ হস্তান্তর সন্ধ্যায়

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহতদের লাশ আজ সন্ধ্যার পর আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রোববার গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন মিয়া বলেন, লাশ গ্রহণ করার জন্য নিহতদের আত্মীয়-স্বজনদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গুলশান থানায় আসতে হবে। পরে এখান থেকে শনাক্ত করে দেওয়ার পর সিএমএইচ থেকে লাশ হস্তান্তর করা হবে।

তিনি জানান, হস্তান্তরের সময় পুলিশের আইজিপি এ কে এম সহিদুল হক উপস্থিত থাকবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন।



মন্তব্য চালু নেই