নিলয় ও শিশুহত্যা নিয়ে বিকেলে বলবেন আইজিপি
ব্লগার নিলয় ও সাম্প্রতিক সময়ে শিশুহত্যার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য সংবাদ সম্মেলন ডেকেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলবেন তিনি।
রোববার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) নজরুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার বিকেল ৫টার দিকে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আইজিপি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় ব্লগার ও শিশুহত্যা মামলাসমূহের হালনাগাদ ও অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবেন আইজিপি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সারা দেশে শিশু নির্যাতনের পর হত্যা এবং ব্লগার নিলয় হত্যার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে মর্মে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
মন্তব্য চালু নেই