‘নির্বাহী আদেশ এলেই মুফতি হান্নানের ফাঁসি’

জঙ্গি নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকরের জন্য কারা কর্তৃপক্ষ প্রস্তুত। রাষ্ট্রের নির্বাহী আদেশ আসার পরই চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন ।

বুধবার পুরোনো কেন্দ্রীয় কারাগারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইজি প্রিজন বলেন, ‘তিনজনের কার ফাঁসি কোন কারাগারে কার্যকর করা হবে তা এখনো ঠিক হয়নি। রাষ্ট্রপতির কাছে তাদের প্রাণভিক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার পরই নির্বাহী আদেশ আসবে। তবে বুধবার সকাল পর্যন্ত প্রাণভিক্ষার বিষয়ে মুফতি কিছুই জানাননি।’

উল্লেখ্য, প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার রিভিউ খারিজের মধ্য দিয়ে মুফতি হান্নানসহ তিন জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। মুফতি ছাড়া অন্য দুজন হলেন- শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন। অবশ্য রিভিউ খারিজের কপি ইতিমধ্যেই কারাগারে পৌঁছেছে।



মন্তব্য চালু নেই