‘নির্বাচন নয়, ক্ষমতা দখল করতে চায় বিএনপি’

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নয়, বিএনপির উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নিন, নির্বাচনকে চক্রান্ত তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।’

শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারায় ডিগ্রী কলেজের নবীণবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য আতঙ্কিত হওয়ার কিছু আছে।’

৯০ সালের পর থেকে বিএনপি যতবার নির্বাচনে পরাজিত হয়েছে ততবারই তারা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনাস্থা প্রকাশ করেছে। বিএনপির আসলে তাদের প্রতি কোনো বিশ্বাস নেই।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, সবাই প্রার্থী দিয়েছে। আট শ’ মধ্যে ৫০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যা অতীতেও হয়েছে। এটা এমন কোনো ব্যাপার না।’

কলেজের অধ্যক্ষ শামসুল বারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।



মন্তব্য চালু নেই