দ্য হিন্দুকে প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে খালেদা আর ভুল করবেন না

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে প্রধানমন্ত্রী আশাবাদী, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে খালেদা জিয়া একই ধরনের ভুল আর করবেন না।

শুক্রবার প্রভাবশালী ভারতীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’তে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ আশাবাদের কথা জানান।

ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন দ্য হিন্দুর স্ট্রাটেজি এবং কূটনীতিবিষয়ক সম্পাদক সুহাসিনি হায়দার।

সাক্ষাৎকারে চীনের সঙ্গে চুক্তি, ভারত সফর, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, নিরাপত্তা হেফাজতে মৃত্যু, গণমাধ্যমের কণ্ঠরোধসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

এতে শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচন বর্জনের জন্য বিএনপিকে দায়ী করেন এবং চলমান রাজনৈতিক অচলাবস্থার জন্য দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে অভিযুক্ত করেন।

তিনি বলেন, ‘বিএনপি শুধু ২০১৪ সালের নির্বাচন বর্জনই করেনি, একে বানচাল করারও চেষ্টা করেছিল। যেসব স্কুলে নির্বাচনী বুথ স্থাপন করা হয়েছিল, তা পুড়িয়ে দিয়েছে তাদের কর্মীরা। তারা নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা করেছে। বাস-ট্রেন ধ্বংস করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে তারা তিন মাস ধরে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যাতে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। কাজেই তাদের অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। এখানে কোনো রাজনৈতিক মামলা নেই, সবগুলোই অপরাধ সংক্রান্ত মামলা। বরং আমি যখন বিরোধী দলে ছিলাম, তখন আমার বিরুদ্ধে এক ডজন মিথ্যা মামলা দেয়া হয়েছিল।’

আগামী নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপিকে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা ইতিবাচক মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পরিণতির কথা জেনে-বুঝেই বিএনপি নির্বাচন বর্জন করেছে। আমি খালেদা জিয়াকে ফোন করেছিলাম কিন্তু, তিনি আমার ফোন ধরেননি। আমার বাবা তার স্বামী জেনারেল জিয়াকে পদোন্নতি দেন এবং ওই সময় থেকে আমরা পরস্পরকে চিনতাম। কিন্তু, তিনি কটূ ভাষায় কথা বলেন। এমনকি তার ছেলের মৃত্যু হলে দরজা আটকে রেখে আমার সমবেদনা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি তার দলের নেতাদের প্রতিবাদের নামে সহিংসতা চালানোর নির্দেশ দেন।’

শেখ হাসিনা বলেন, ‘মানুষ হিসেবে আমি আর কী করতে পারি? নির্বাচন বর্জনের যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তা তার ভুল ছিল। আমি আশা করি, তিনি পরবর্তী নির্বাচনের ব্যাপারে একই ধরনের ভুল করবেন না। তবে তিনি যদি দুষ্কৃতী করে গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করেন, আমি তার সুযোগ দেব না।’



মন্তব্য চালু নেই