নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব নিয়ে খালেদার টুইট

নির্বাচন কমিশন গঠনে দলের প্রস্তাব দেওয়ার একদিন পরই নিজের প্রস্তাবকে আলোচনার ভিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ এক টুইট বার্তায় তিনি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘সবার অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আলোচনা শুরুর ভিত হতে পারে আমার প্রস্তাবনা।’ শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মারুফ কামাল খান জানান, শনিবার বাংলা ও ইংরেজি ভাষায় খালেদা জিয়া নিজের টুইটার একাউন্টে এমন আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার পর টুইটারে খালেদা জিয়া বলেছেন, ‘নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারেন।’

টুইটে খালেদা জানান, ‘নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা আগামী দিনে যথাসময়ে উপস্থাপন করা হবে।’



মন্তব্য চালু নেই