নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক

বাংলাদেশ নির্বাচন কমিশন ও সচিবালয়ের তথ্য সম্বলিত ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। নোফোয়াক্স আই নামের একটি হ্যাকার দল ওয়েবসাইটটি হ্যাক করেছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের www.ecs.gov.bd ঠিকানার ওয়েবসাইটে ঢুকলে দেখা যায়, একটি বিপদজনক সর্তকতার ছবি ও কসোভো স্বাধীনতা আন্দোলনের নেতা আদিম জাশারির তথ্য সমৃদ্ধ একটি ইউটিউব ভিডিও প্রদর্শিত হচ্ছে। শুধু তাই নয়, হ্যাকাররা এক বার্তায় বলেছে – ‘আমরা যুদ্ধ করছি মিথ্যা তথ্যের বিরুদ্ধে। আমরা সন্ত্রাস বিরোধী। আমরা কসোভোর স্বাধীনতার জন্যে লড়ছি, কসোভো স্বাধীনতার জন্যে মুখিয়ে আছে’।

হ্যাকিং এর কবলে পড়া নির্বাচন কমিশনের এটিই প্রথম নয়, এর আগে ২০১৪ ও ২০১৫ সালেও একই হ্যাকার গ্রুপের হ্যাকিং এর কবলে পড়েছিলো সরকারি এই ওয়েবসাইটটি। তবুও এর রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরব না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। মঙ্গলবার ভোর রাত ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাইটটি উদ্ধার করা যায়নি।



মন্তব্য চালু নেই