নির্বাচনে অংশগ্রহণ ছিল বিএনপির জন্য ইতিবাচক
পৌরসভা নির্বাচনে বয়কটের কালচার থেকে বিএনপি বেরিয়ে এসে যে নতুন যাত্রা শুরু করেছে তা ইতিবাচক উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্রের স্বার্থে তার এ ধারা অব্যাহত রাখবে। এই নির্বাচনে কারো ভরাডুবি হয়নি। নির্বাচনে অংশগ্রহণ ছিল বিএনপির জন্য ইতিবাচক। এ জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই।’
শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ৬ লেন বিশিষ্ট প্রথম ফ্লাইওভারের মূল কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রথম দলীয় প্রতীকের নির্বাচনে বড় দু’টি দল মুখোমুখি হয়েছে। এটাতে সংঘাতের আশঙ্কা ছিল। অতীতের ৩টি নির্দলীয় নির্বাচনের চেয়ে এবারের দলীয় প্রতীকে নির্বাচন অনেক শান্তিপূর্ণ হয়েছে। ৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে ভুলের মধ্যে নিমজ্জিত ছিল।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘চলতি বছরের মে মাসের শেষের দিকে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফোর লেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মহাসড়কের কাজ ছিল চ্যালেঞ্জিং। ১৯৪ কিলোমিটার মহাসড়কের ১৮৪ কিলোমিটার কাজের অগ্রগতি হয়েছে।’
প্রায় ১শ ৫৮ কোটি টাকা ব্যয়ের ৬শ ৬০ মিটার দৈর্ঘ্যর ফ্লাইওভারের এ প্রকল্পটি পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর মেজর জুলফিকার, প্রকল্প কর্মকর্তা মেজর সাদেক, সহকারি পুলিশ সুপার সার্কেল আমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মন্তব্য চালু নেই