নির্বাচনী প্রচারে খালেদা জিয়া
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারে নেমেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এলাকায় প্রচারে নামেন। খালেদা জিয়ার সঙ্গে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা নেত্রী শামীমা আক্তারসহ নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন আজ প্রথম প্রচারে নামলেন। এরপর তিনি প্রতিদিন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের কোনো না কোনো এলাকায় প্রচারণা চালাবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে সমর্থন দিয়েছে বিএনপি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী রয়েছে।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য চালু নেই