নির্বাচনী প্রচারণায় ফখরুল
পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে জনসংযোগে নেমেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার টানা তিনদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রচারণা চালাবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, তিনি (মির্জা ফখরুল ইসলাম আলগমীর) বৃহস্পতিবার এগারটার দিকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বৃহস্পতিবার সৈয়দপুর, নীলফামারী ও পঞ্চগড় জেলার পৌরসভাগুলোতে নির্বাচনী প্রচারণা চালাবেন। শুক্রবার তার নিজ এলাকা ঠাকুরগাঁয়ে গণসংযোগ করবেন। শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা বগুড়ায় নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে ঢাকায় ফিরবেন তিনি।
পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটিসহ প্রতিটি বিভাগীয় পর্যায়ে পৃথক কমিটি করেছে বিএনপি। এসব কমিটি নির্বাচনী প্রচারণাসহ সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক।
মন্তব্য চালু নেই