নির্ধারিত দিনের বাসের অগ্রিম টিকেট শেষ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য বাসের অগ্রিম টিকেট শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে খুব একটা ভিড় দেখা যায়নি।

এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বেশির ভাগ রুটের টিকেট।

রাজধানীর বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারের ম্যানেজাররা জানিয়েছেন, অগ্রিম টিকেট বিক্রির শুরুর দিকে কাউন্টারগুলোতে বেশ ভিড় ছিল। তবে নির্ধারিত সময়ের প্রথম দিনেই বেশির ভাগ রুটে ঈদের আগের কয়েকদিনের টিকেট বিক্রি হয়ে গেছে।

ফলে এখন যারা টিকেটের খোঁজে আসছেন তাদের কাঙ্ক্ষিত দিনের টিকেট না পেয়ে হতাশ হতে হচ্ছে। অবশ্য ৭ সেপ্টেম্বরের আগের দিনগুলোর টিকেট এখনো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বাস কাউন্টারের ম্যানেজাররা।

ঈদুল আজহা উপলক্ষে গত ২৩ আগস্ট থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।



মন্তব্য চালু নেই