নিরাপত্তা হেফাজতে শ্রমিকলীগ নেতার মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতি শ্রমিকলীগ নেতা ফরহাদ হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। তিনি শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বুধবার সকাল সাতটায় মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে কর্ত্যবরত কারারক্ষী জাকারিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য চালু নেই