নিম্নবিত্ত পরিবারের মেয়ে থেকে সফল অভিনেত্রী হওয়ার গল্প..

নিম্নবিত্ত পরিবারের মেয়ে প্রিয়াঙ্কা। একজন সফল অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে সে। সেইমতো একটি অভিনয়ের স্কুলে ভর্তিও হয় প্রিয়াঙ্কা। চরম আর্থিক দুরাবস্থা ও সঙ্কটকে কাটিয়ে অভিনয়ের জন্য নিজেকে গড়ে তুলতে থাকে সে।

এদিকে চিরদীপ, পেশায় ইঞ্জিনিয়ার। কাজ করে একটি আইটি কম্পানিতে। সেও চায় অভিনেতা হতে। সেইমতো চিরদীপও গিয়ে ভর্তি হয় সেই একই অভিনয়ের স্কুলে। চিরদীপের বান্ধবী শালিনীও ভর্তি হয় সেই ক্লাসেই। চিরদীপের মনে ধীরে ধীরে জায়গা করে নেয় প্রিয়াঙ্কা। তাহলে কি ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়বে প্রিয়াঙ্কা, চিরদীপ আর শালিনী? নাকি প্রিয়াঙ্কা আর চিরদীপ হয়ে উঠবে একে অপরের সাথী? প্রিয়াঙ্কা কী পারবে তার স্বপ্নকে পূরণ করে একজন সফল অভিনেত্রী হয়ে উঠতে?

এই নিয়েই পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর পরবর্তী ছবি সেই মেয়েটা। ছবিতে অভিনয় করেছেন গীতশ্রী, অর্জুন চক্রবর্তী, অনন্যা রায় এবং সোমা চক্রবর্তী সহ অন্যরা



মন্তব্য চালু নেই