নিজের মূত্র পান করেন যে ব্যক্তি!

আর কিছুতে মিল থাকুক কিংবা না থাকুক, এখন অব্দি সফলতার নাগাল পাওয়া সবগুলো মানুষের ভেতরে একটা জায়গায় মিল থাকতে দেখা যায়। আর সেটা হচ্ছে পাগলামি! মাথা ভর্তি পাগলামি নিয়ে পৃথিবীকে সবসময়েই নতুন আর চমকে দেওয়া নানা আবিষ্কার উপহার দিয়েছেন এই মানুষগুলো।

তবে কেবল কর্মক্ষেত্রে নয়, সফলদের অদ্ভূত সব ব্যাপারের নজির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের জীবনের প্রতিটি কোণায়। এ তালিকা থেকে বাদ পড়েনি তাদের খাদ্যাভ্যাসও। আর সকলের চাইতে খানিকটা অন্যরকম খাদ্যাভ্যাসের সাথে অভ্যস্ত এই সফলেরা। জেনে নিন সফলদের তেমনই একজন লিয়োটো মেসিন্ডার পাগলামি ভরা অদ্ভূত খাদ্যর কথা।

সাবেক ইউএফসি লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন তারকা লিয়োটো মেসিন্ডা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা পানীয় গলায় ঢেলে নেন। আর সেটি হচ্ছে নিজের মূত্র। বাবার দেওয়া পরামর্শ অনুসারেই এ কাজ করেন তিনি। শুধু তাই নয়, মানব মূত্রকে প্রাকৃতিক ঔষধি বলেও মনে করেন তিনি।



মন্তব্য চালু নেই