নিজের প্রতিষ্ঠিত এতিমখানার পাশে কামারুজ্জামানের দাফন

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানকে শেরপুরের বাজিতখিলা এলাকার নিজগ্রামে প্রতিষ্ঠিত এতিমখানার পাশে দাফন করা হবে।

শনিবার রাতে তার ফাঁসি কার্যকরের সম্ভাবনা রয়েছে। ফাঁসি কার্যকরের পর তার লাশ শেরপুরে নেয়া হবে।
কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী জানান, কামারুজ্জামানের দাফন হবে শেরপুরে গ্রামের বাড়িতে।

গত বুধবার বিকালে বাজিতখিলা মুদিপাড়া এলাকায় এতিমখানার পশ্চিম পাশে একটি ধানক্ষেতের কাঁচা ধানগাছ কেটে সেখানে ট্রাকে করে মাটি ফেলে ভরাট করা হয়েছে।

কামারুজ্জামানের ছোট ভাই মো. কফিল উদ্দিন ও পরিবারের লোকজন সেখানে উপস্থিত থেকে কবরস্থান তৈরি করার কাজ তদারক করেন।
কামারজ্জামানের ইচ্ছা ছিল মৃত্যুর পর লাশ তার প্রতিষ্ঠিত এতিমখানার পাশে যেন দাফন করা হয়। ইচ্ছা অনুযায়ী লাশ দাফনের জন্য পারিবারিকভাবে প্রস্তুতি নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই