নিজের গাড়ির মিথ্যা তথ্যে ফাঁসলেন ধোনি

আবার সমস্যায় পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই সমস্যা তার নিজেরই গাড়িটি নিয়ে।আর এজন্য মাশুল গুনতে হচ্ছে ধোনিকে। মিথ্যা তথ্য দিয়ে ধোনি গাড়ি রেজিস্ট্রেশনের ৩ লাখ ৪৭ হাজার রুপি ফাঁকি দিয়ে ধরা পড়ে গেলেন। খবর কলকাতার দৈনিক আজকাল এর।

খবরে বলা হয়, ধোনির যে হামার এইচ ২ গাড়ি আছে, তা রেজিস্ট্রেশন করানোর সময় লেখানো হয় স্করপিও। ভারতে হামার রেজিস্ট্রেশন করাতে গেলে ৪ লাখ রুপি লাগে। স্করপিওর রেজিস্ট্রেশন খরচ সে জায়গায় মাত্র ৫৩ হাজার রুপি।

তবে রাঁচির জেলা পরিবহণ কর্তৃপক্ষ ধোনিকে বাঁচাতে দোষটা নিজেদের ঘাড়েই রেখেছেন। সংশ্লিষ্ট পরিবহণ কর্মকর্তা জানিয়েছেন, এতে ভারত অধিনায়কের কোনও দোষ নেই। তাঁরাই ২০০৯ সালে গাড়িটি চিনতে ভুল করেছিলেন। হামারের বদলে স্করপিও ভেবেছিলেন।

আবার আরেক পক্ষ বলছেন, ভুলটা যিনি টাইপ করেছেন, তার। সেই সময় রেজিস্ট্রেশন ফর্মে বিদেশি গাড়ির জন্য আলাদা কোনও বিভাগ ছিল না। ফলে যিনি টাইপ করেছেন, তিনি দেশি গাড়ির কলামে গিয়ে যা করার করেছেন।

তবে সাফাই যতই গাওয়া হোক না কেন মাশুল দিতে হবে ধোনিকেই। বকেয়া টাকা তো দিতে হবেই, সেই সঙ্গে জরিমানাও।



মন্তব্য চালু নেই