নিজেকে প্রমাণ করতেই খেলেছেন মোসাদ্দেক

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে বিসিবি একাদশ। ২৩৩ রানের সাদামাটা স্কোরও পার করতে পারেনি তারা। তবে প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন সদ্য বাংলাদেশ দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলার পর জানালেন, জাতীয় দলে কেন ডাক পেয়েছেন তা প্রমাণ করতেই খেলেছেন এ তরুণ।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৈকত বলেন, ‘একটা খেলোয়াড় যখন আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পায় তখন তার আত্মবিশ্বাসটা একটু অন্যরকম থাকে। আমারও তেমনই ছিল, আমার বিশ্বাসটা ছিল আমি জাতীয় দলে সুযোগ পেয়েছি তখন আমাকে প্রমাণ করতে হবে কেন আমি জাতীয় দলে। আমি সেটাই চেষ্টা করেছিলাম। এটাও চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত খেলার কিন্তু দুঃখজনকভাবে তা হয়নি।’

এদিন ফতুল্লায় শুরু থেকেই চাপে পড়ে যায় বিসিবি একাদশ। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৯ রানেই চার উইকেট হারিয়ে বসে তারা। এরপর মোসাদ্দেক একা লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। দলীয় ১৫৪ রানে ষষ্ঠ উইকেট হিসেবে মোসাদ্দেক আউট হবার পর আর মাত্র ১৩ রান যোগ করতে শেষ হয় তাদের ইনিংস। তবে উইকেট বুঝতে পেরে খেলতে পারায় দারুণ খুশি মোসাদ্দেক।

‘আমি যেটা বুঝতে পারছি এখানে রান করার চেয়ে উইকেট বুঝতে পারা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। উইকেটটা আজকে একটু কঠিন ছিল। একটু লো ছিল, একটু টার্নি ছিল। আমি সেটা বুঝতে পেরেছি সেটা আমার কাছে অনেক বড় কিছু।’



মন্তব্য চালু নেই