নিজামীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেন।
কারা চিকিৎসক জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার রক্তচাপ (প্রেসার) স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, নিজামীর সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের রায় তাকে ইতোমধ্যে পড়ে শোনানো হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার পরপরই সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর, ঢাকা রেঞ্জের ডিআইজি গোলাম হায়দার তাকে রায়টি পড়ে শোনান। এর আগে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার কেশব রায় চৌধুরীর নেতৃত্বে চার কর্মকর্তা লাল ফাইলে মোড়ানো রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেন।
সাজা পুনর্বিবেচনার (রিভিউ) রায় প্রকাশের ফলে নিজামীর ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই। এখন তিনি শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন।
নিজামীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, যারা ইসলামী আন্দোলন করেন তারা শহীদী তামান্না নিয়ে কাজ করে। ইসলামী আন্দোলনের সৈনিকরা ফাঁসির রশিতে ভয় পান না। নিজামী আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবেন না, তাই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
মন্তব্য চালু নেই