নিজামীর সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড পরোয়ানাপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নিজামীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, নিজামীর সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের সদস্যরা বৃহস্পতিবার আবেদন করেন। পরে দুপুর ১২টা ৫০ মিনিটে নিজামীর স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নজীব মোমেন, দুই পুত্রবধূ ও মেয়েসহ পরিবারের ৬ সদস্য নিজামীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে দুপুর দেড়টার দিকে তারা কারাচত্বর ত্যাগ করেন।



মন্তব্য চালু নেই