নিজামীর সঙ্গে দেখা করলেন পরিবারের ৬ সদস্য
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমানের সঙ্গে গাজীপুরের কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার পরিবারের ছয় সদস্য।
শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে নিজামীর স্ত্রী সামছুন্নাহার, দুই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও ডা. নাঈমুর রহমান, দুই পুত্রবধূ রায়য়ান ও ফালুয়া এবং মেয়ে মহসিনা ফাতেমা তার সঙ্গে দেখা করেন।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সকালে নিজামীর পরিবারের ৬ সদস্য কারাগারে এসে তার দেখা করা আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে বেলা ১১টার দিকে তাদের দেখা করার সুযোগ দেয়া হয়।
সাক্ষাৎ শেষে পরিবারের সদস্যরা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা না বলায় রাষ্ট্রপতির কাছে নিজামী প্রাণভিক্ষার আবেদন করবেন কি না তা জানা যায়নি।
মন্তব্য চালু নেই