নিজামীর রায় নিয়ে উদ্বেগ: পাকিস্তানি হাইকমিশনারকে ফের তলব

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করায় ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সুজা আলমকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সাকা-মুজাহিদের ফাঁসির পর পাকিস্তানের প্রতিক্রিয়ায় তাকে তলব করা হয়েছিল।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মো. মিজানুর রহমান পাকিস্তানের হাইকমিশনারকে তলব করেন। ইতিমধ্যে সুজা আলম মন্ত্রণালয়ে পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মানবতাবিরোধীদের অপরাধের বিচারের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে মন্তব্যের কড়া প্রতিবাদ জানাবে বাংলাদেশ। এই ইস্যুতে ‘নাক গলানোর’ কোনো নৈতিক অধিকার পাকিস্তানের নেই বলেও মনে করেন বাংলাদেশ।

এর আগে গতকাল রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, মানবতাবিরোধীদের বিচার ও দণ্ডের বিষয়ে পাকিস্তানের উদ্বেগ জানানোর বিষয়টি আমাদের হতাশ করেছে। কারণ অভ্যন্তরীণ বিষয়ে আমরা কারো কোনো উদ্বেগকে স্বাগত জানাই না। এটা তাদের বারবার মনে করিয়ে দিয়েছি, তারপরও তারা এটা করছে। এর আগে শনিবার পাকিস্তানের উদ্বেগ জানানোর বিষয়টিকে ধৃষ্টতা বলে মন্তব্য করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে দায়ের করা রিভিউ পিটিশন বাংলাদেশের সুপ্রিমকোর্ট খারিজ করে দেয়ার বিষয়টি আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি’।

এর আগে যুদ্ধাপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাসহ অন্যান্যদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে অনুরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিল পাকিস্তান। প্রতিবারই পাকিস্তানের এ ধরনের প্রতিক্রিয়ার কড়া প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশ।



মন্তব্য চালু নেই