নিজামীর মৃত্যুদণ্ড পরিবর্তনের আহ্বান ইইউর
বাংলাদেশে মৃত্যুদণ্ড বিলুপ্ত করার প্রথম পদক্ষেপ হিসেবে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর দণ্ডাদেশ কার্যকর করা থেকে বিরত থাকতে এবং দণ্ড পরিবর্তন করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
গতকাল ঢাকায় ইইউ ডেলিগেশন এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। এতে বলা হয়েছে, ইইউ যেকোনো পরিস্থিতিতে সব মামলার ক্ষেত্রেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে। ডেলিগেশন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচারপ্রক্রিয়ায় ওপর নজর রাখছে। এই বিচারপ্রক্রিয়া শুরুর পর থেকেই ইইউ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশের অধীনে মৃত্যুদণ্ড দেয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। মতিউর রহমান নিজামীর মামলাটি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মৃত্যুদণ্ড কার্যকর করার গুরুতর ঝুঁকির সৃষ্টি হয়েছে। রায়ের বিরুদ্ধে নিজামীর আপিল করার সুযোগ থাকলেও ইইউ ডেলিগেশন নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করছে।
মন্তব্য চালু নেই