নিজামীর মৃত্যুদণ্ডে প্রস্তুত জল্লাদ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরকে সামনে রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন জল্লাদ প্রস্তুত রয়েছেন এবং আদেশ পাওয়ার সাথে সাথে ফাঁসি কার্যকর করা হবে।

মতিউর রহমান নিজামীকে রোববার রাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর এই নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার মফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করেছি এবং এর আশপাশে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই