নিউইয়র্কে ব্রেকফাস্ট, লন্ডনে লাঞ্চ
প্রযুক্তি প্রতিনিয়ত মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনছে। একবিংশ শতাব্দীতে এসে এই পরিবর্তন আরও গতি পেয়েছে। প্রযুক্তির এই উৎকর্ষতায় এমন একটি সুপারসনিক বিমান তৈরি হচ্ছে, যা দিয়ে মাত্র ৪ ঘণ্টা ২৪ মিনিটে নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছানো যাবে।
অর্থাৎ নিউইয়র্ক থেকে যদি কেউ সকালের নাস্তা করে রওয়ানা হয় তাহলে লন্ডনে গিয়ে সে দুপুরের খাবার খেতে পারবে। এভিয়েশন জায়ান্ট এয়ারবাস ও এরিয়ন কর্পোরেশন যৌথভাবে এএস২ মডেলের এই প্রাইভেট জেট বাজারে আনার প্রকল্প হাতে নিয়েছে।
১২ কোটি ডলার মূল্যের এই বিমানে একসঙ্গে ৮ থেকে ১২ যাত্রী বহন করা সম্ভব হবে। এর গতিবেগ হবে ঘণ্টায় ১ হাজার ২১৭ মাইল বা ১ হাজার ৯৬০ কিলোমিটার। বর্তমানে নিউইয়র্ক থেকে লন্ডন যেতে সময় লাগে ৭ ঘণ্টা।
তবে বিমানটি সহসাই বাজারে আসছে না। ২০২১ সালে পরীক্ষামূলক হিসেবে বিমানটি চালানো হবে বলে মনে করা হচ্ছে। আর ২০২৩ সালে বাজারে আসতে পারে।
মন্তব্য চালু নেই